গরমে হাসপাতালে রোগী বেড়েছে ৩০%

0 125

নিজস্ব প্রতিবেদক: দিন দশেক ধরে টানা তাপপ্রবাহের মধ্যে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) যশোর ও চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সারা দেশে বয়ে চলা তীব্র তাপপ্রবাহের মধ্যে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ।

বৃহস্পতিবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ঢাকা শিশু হাসপাতালের জরুরি ও বহির্বিভাগে কথা বলে জানা গেছে, বছরের অন্যান্য সময়ের তুলনায় রোগী বেড়েছে ৩০ শতাংশের বেশি।

বেশির ভাগ রোগী সর্দি, জ্বর, কাশি, শ্বাসকষ্ট, খিঁচুনি ও পেটের সমস্যা নিয়ে হাসপাতালে আসছে। এ ছাড়া অতিরিক্ত গরমে টাইফয়েড, হেপাটাইটিস বা জন্ডিসের প্রবণতাও বাড়ছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বহির্বিভাগের আবাসিক চিকিৎসক ডা. শাইখ আবদুল্লাহ বলেন, ঈদের আগে দিনে গড়ে রোগী আসত ২০০-এর মতো। এখন ৩০০ ছাড়িয়ে গেছে।

জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক আলাউদ্দিন বলেন, এবার টানা তাপপ্রবাহের কারণে রোগী অনেক বেড়েছে। বিশেষ করে শিশু রোগী আসছে অনেক বেশি। প্রাথমিক চিকিত্সায় কিছুটা সুস্থ হলে তারা বাড়ি ফিরে যাচ্ছে। ভর্তির প্রয়োজন হচ্ছে খুব কম।

Leave A Reply

Your email address will not be published.