বান্দরবানে বানিজ্যিক গুরুত্বপূর্ণ ও রপ্তানীযোগ্য ঔষধি উদ্ভিদ চাষাবাদ ও প্রক্রিয়াজাতকরনের ২ দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

0 158

বান্দরবানের সুয়ালকে উপজেলার ডাস-বাংলাদেশ ট্রেনিং অ্যান্ড রিসোর্স ডেভেলপমেন্ট সেন্টারে বানিজ্যিক গুরুত্বপূর্ণ ও রপ্তানীযোগ্য ঔষধি উদ্ভিদ চাষাবাদ ও প্রক্রিয়াজাতকরনের ২ দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

 

২৩ জানুয়ারী সকালে বাংলাদেশ নিম ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. নিম হাকিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ২ দিনব্যাপী এই প্রশিক্ষণের উদ্বোধন করেন বান্দরবানের কৃষি কর্মকর্তা কমিশনার শ্রী দিপাংকর দাশ। এ সময় আমতলী আর্মি ক্যাম্পের কমান্ডার সিঃ ওয়ারেন্ট অফিসার মোঃ মোবারক হোসেন উপস্থিত ছিলেন।

 

বাংলাদেশ নিম ফাউন্ডেশনের আয়োজনে ও মেডিসিনাল প্লান্টস অ্যান্ড হারবাল প্রডাক্টস, বিজনেস প্রমোশন কাউন্সিল, বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় বানিজ্যিক গুরুত্বপূর্ণ ও রপ্তানীযোগ্য ঔষধি উদ্ভিদ চাষাবাদ ও প্রক্রিয়াজাতকরন বিষয়ের ওপর এই প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণ প্রদান করেন ডিপো ইনচার্জ মো. বিপ্লব হোসেন।

 

কর্মসূচির আওতায় বৃহত্তর বান্দরবান ৪০ জন করে ২ দিনে মোট ৮০ জন শিক্ষার্থী প্রশিক্ষণ গ্রহণ করবেন। আগামী ২৪ জানুয়ারী এই প্রশিক্ষণ শেষ হবে এবং ওইদিন প্রশিক্ষণার্থীদের সনদপত্র দেয়া হবে।

 

  1. প্রশিক্ষণের উদ্বোধন শেষে প্রধান অতিথি প্রশিক্ষণ পর্যবেক্ষণ করেন।
Leave A Reply

Your email address will not be published.