নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
সোনারগাঁওয়ে সড়ক দুঘর্টনায় মো. রুস্তম হোসাইন (৩৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার পিরোজপুর ইউপি’র মৃধাকান্দি এলাকায় শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোঃ রুস্তম হোসাইন সাতক্ষীরা জেলার কলারোয়া এলাকার মো. আবুল হোসেনের ছেলে।
সে মেঘনা ঘাট এলাকায় অবস্থিত হামদর্দ ল্যাবরেটরীজ বাংলাদেশ এর কারখানায় রিসিপশনিষ্ট পদে কর্মরত ছিলেন।
পুলিশ ও প্রতক্ষদর্শীরা জানান, দুপুরে মোঃ রুস্তম হোসাইন উপজেলার হাবিবপুর এলাকার ভাড়া বাসা থেকে মোটরসাইকেলযোগে কর্মস্থল হামদর্দ ল্যাবরেটরীজ কারখানার উদ্দেশ্যে রওনা হয়।
পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৃধাকান্দি স্টিল মিলের সামনে দুর্ঘটনার শিকার হয়। এ সময় ঘটনাস্থলেই তিনি মারা যান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ধারণা বৃষ্টিজনিত কারনেই এ দুর্ঘটনা হতে পারে।
খবর পেয়ে কাঁচপুরের হাইওয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।