সোনারগাঁ থানা পুলিশের তৎপরতায় ১০ ঘন্টার মধ্যে চোরসহ চুরি করা মালামাল উদ্ধার

0 299

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শুক্রবার (১২ জুন)রাতে চুরির ঘটনায় থানায় সকালে অভিযোগ দায়ের করলে সোনারগাঁ থানা পুলিশের তৎপরতায় ১০ ঘন্টার মধ্যেই চোরসহ চুরি করা মালামাল উদ্ধার করার খবর পাওয়া গেছে।

শুক্রবার (১২ জুন) রাতে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা বাজার এলাকার একটি পাইকারী দোকানে চোরেরা দোকানের তালা কেটে দোকানে থাকা সাড়ে ৩ লাখ টাকার সিগারেটসহ অন্যান্য মালামাল চুরি করে পালিয়ে যায়। এ ঘটনায় সকালে থানায় দোকান্দার রাজা মিয়া (৩৫) অভিযোগ দায়ের করেন।

সোনারগাঁ থানার উপপরিদর্শক সৈয়দ আজিজুল হক জানান, অভিযোগ পাওয়া মাত্র পুলিশ পাশের দোকানের একটি সিসি ক্যামেরা ফুটেজ দেখে মার্কেটের পাহাড়াদার সফি (৫৫) ও পাশের খাবার হোটলের বয় সাগর (২৫) কে চোর সন্দেহে আটক করে তাদের দেয়া তথ্য মতে তাদের দুজনের বাড়ি থেকে চুরি হওয়া মালামাল ও কিছু নগদ টাকা উদ্ধার করতে সক্ষম হই। অভিযান অব্যাহত রয়েছে। তাদের সাথে আরো কে কে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।

দোকান মালিক রাজা মিয়া বলেন, সকালে দোকানের চুরির বিষয়টি থানায় অভিযোগ আকারে জানানোর পর বিকেলে তা উদ্ধারের খবর পেয়ে আমি পুলিশের প্রতি আস্থা ফিরে পেয়েছি। আমি সোনারগাঁ থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

Leave A Reply

Your email address will not be published.