মোবাইল বিস্ফোরনে মা-ছেলে দ্গ্ধ হওয়ার তিনদিন পর ছেলের মৃত্যু

0 289

মোবাইল ফোন বিস্ফোরণে আগুনে পুড়ে তিনদিন মৃত্যু যন্ত্রনা সহ্য করে অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন কিশোর অপূর্ব দাস।

মঙ্গলবার(৯ জুন) সকালে ঢাকা মেডিকেল কলেজের নিবির পরিচার্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে বলে নিশ্চিত করেছে তার পরিবার।আইসিইউতে চিকিৎসাধীন অপূর্বের মায়ের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন তারা।

জানা যায়,গত রোববার সকালে উপজেলার জয়রামপুর গ্রামের সোনারগাঁ উপজেলার অফিস সহকারী মিজানুর রহমানের ভাড়াটিয়া বানুরানী দাস (৪৫) ও তার কলেজ পড়ুয়া সন্তান অপূর্ব দাস (১৭) সকালে মোবাইল ফোন চার্জে দিয়ে কানে হেডফোন লাগিয়ে কথা বলার সময় বিদ্যুতায়িত হয়ে মোবাইল ফোন বিস্ফোরন ঘটে শরীরে আগুন লেগে যায়।

এসময় মা বানুরানী সন্তানকে বাচাঁতে এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রের চেষ্টা কালে আগুন পুড়ে মা-ছেলে দুজনেই মারাত্মকভাবে দ্গ্ধ হয়। এসময় আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

Leave A Reply

Your email address will not be published.