সোনারগাঁও পৌরসভার দত্তপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা মো. মনোয়ার হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। কিডনি রোগে আক্রান্ত হয়ে শুক্রবার সকালে তিনি মৃত্যুবরণ করেন।
পরে দুপুরে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম উপস্থিত ছিলেন।
মুক্তিযোদ্ধা মনির হোসেন প্রয়াত চিত্র নায়িকা পারভীন সুলতানা দিতির বড় ভাই।
মনোয়ার হোসেন মনির সোনারগাঁও শিল্পকলা একাডেমির সদস্য ছিলেন। তিনি বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) একজন নিয়মিত নজরুল সংঙ্গীত শিল্পী ও নাট্য অভিনেতা ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে সোনারগাঁও শিল্পকলা একাডেমির সকল সদস্য, কন্ঠ শিল্পী ও কলা কুশলী এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা সোহেল রানা ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা ওসমান গনিসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।