মাননীয় প্রধানমন্ত্রীর ১৭ তম উপহার বিতরণ করেন ইঞ্জিনিয়ার মাসুম

0 268

করোনার কারণে কর্মহীন, দুস্থ ও অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া এ উপহার বিতরণ করেন। নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

বুধবার (৩রা জুন)সকালে পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ মাঠে কর্মহীন দুস্থ ও অসহায় পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি।

এসময় আরও উপস্থিতি ছিলেন, ৯নং ওয়ার্ডের মেম্বার সেলিম রেজা ও মহিলা মেম্বার সহ অন্যান্য সদস্যরা।

উপহার বিতরণকালে ইঞ্জিনিয়ার মাসুম বলেন, প্রধানমন্ত্রীর উপহার আমি সততা ও নিষ্ঠার সাথে অতি দারিদ্রদের মাঝে বিতরণ করছি। এ ইউনিয়নের একজন মানুষও না খেয়ে থাকবেন না।
তিনি আরও বলেন রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সরকারের পাশাপাশি আমি আমার নিজস্ব তহবিল থেকে সাহায্য-সহযোগিতা করে যাচ্ছি। করোনার প্রাদুর্ভাব যতদিন থাকবে এ কার্যক্রম ঠিক ততদিনই অব্যহত থাকবে। সবার কাছে একটিই অনুরোধ আপনারা ঘরে থাকুন। আমরা আপনার ঘরে খাবার পৌঁছে দিবো ইনশাআল্লাহ।

Leave A Reply

Your email address will not be published.