করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন বিএনপি নেতা শিমুল খন্দকার

0 186

অদৃশ্য মহামারী করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ের বিএনপি নেতা শিমুল খন্দকারের লাশ দাফন সম্পন্ন করলেন নারায়ণগঞ্জ-৩ আসেনর সংসদ সদস্য ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকার স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা।

সোমবার (পহেলা জুন) সকালে তার নিজ এলাকায় এ দাফন সম্পন্ন হয়। শিমুল করোনায় আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোববার রাতে মারা যান। শিমুল খন্দকার সোনারগাঁওয়ের সাদিপুর ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক। তিনি নয়াপুর গ্রামের শহীদুল্লাহ্ খন্দকারের ছেলে।

সোমবার সকালে এমপি লিয়াকত হোসেন খোকার নির্দেশে স্বেচ্ছাসেবক টিমের সদস্য হাফেজ শেখ মাহমুদুল আনোয়ারের নেতৃত্বে মোঃ সানাউল্লাহ বেপারী, মাওলানা হাবিবুর রহমান, মোঃ আলী আকবর, মোঃ গুলজার হোসেন, মোঃ জানে আলম, মোঃ নেছার উদ্দিন, মোঃ ওমর ফারুক, মাওলানা আব্দুল্লাহ আল- সোহাইল, মাওলানা আবুল কালাম মৃত শিমুল খন্দকারের লাশ সামাজিক দুরত্ব বজায় রেখে ধর্মীয় রীতি অনুযায়ী দাফন কাফন সম্পন্ন করেন।

Leave A Reply

Your email address will not be published.