নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

0 154

নারায়ণগঞ্জ প্রতিনিধি : সোনারগাঁওয়ে নিখোঁজ যুবক রিগানের (২৪) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় মেঘনা নদী থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার সকালে উপজেলার মেঘনা পাওয়ার প্লান্ট এলাকায় ঘুরতে এসে প্লান্টের ড্রেনে পড়ে নিখোঁজ হয় ওই যুবক।

নিহত রিগান লালমনিরহাট জেলার আদিতমারী থানার দুর্গাপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

সোনারগাঁও থানার এসআই রোস্তম হোসেন জানান, গত মঙ্গলবার যুবক রিগান তার ২ বন্ধুর সাথে মেঘনা পাওয়ার প্লান্টের পিছনে ঘুরতে আসে। এসময় অসাবধানতা বসতঃ পা পিছলে পাওয়ার প্লান্টের ড্রেনে পড়ে মেঘনা নদীতে নিখোঁজ হয়। বুধবার সন্ধ্যায় স্থানীয়রা তার ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ ঘটনায় সোনারগাঁও থানায় অপমৃত্যু দায়ের করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.