নাটোরে ঈদ উল ফিতর উদযাপিত

0 150

নাটোর প্রতিনিধি: নাটোর শহরের কানাইখালী কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রধান জামাত। এখানে নামাজে অংশ গ্রহণ করেন, সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ ,নাটোর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজানসহ উর্ধ্বতন সরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ । ঈদ জামায়াত পূর্ব এক সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এবং জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ সকলকে ঈদের শুভেচ্ছা জানান। এখানে সকাল সাতটা , বেলা পৌনে আটটা এবং সাড়ে আটটায় তিনিটি জামাতে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এছাড়া শহরের প্রতিটি মহল্লা সহ জেলার প্রতিটি গ্রামের মসজিদে এক বা একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে বাংলাদেশ সহ মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সমৃদ্ধি এবং করোনা মহামারী থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়।

Leave A Reply

Your email address will not be published.