সোনারগাঁও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও সোনারগাঁ উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি এবং পৌর আওয়ামী লীগের নেতা গাজী মুজিবুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে পৌরসভার দিনমজুর অসহায় খেটে খাওয়া ৭০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরন করেন।
শুক্রবার ২২শে মে সকাল ৯.৩০ টায় সোনারগাঁ জি আর স্কুল এ্যান্ড কলেজ মাঠে প্রধানঅতিথি হিসেবে উপস্হিত থেকে এই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সাবেক সাংসদ ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাত।
অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে গাজী মুজিবুর রহমান বলেন, আমি আপনাদের পাশে সবসময় ছিলাম এবং আগামীতেও থাকব। এই করোনার দুর্যোগে আপনারা ঘরে থাকবেন সামাজিক দুরত্ব বজায় রেখে সাবধান থাকবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন যাতে মহামারী আমরা কাটিয়ে উঠতে পারি। সামনে ঈদুল ফিতর উপলক্ষে আমার সামান্য উপহার যাতে ঈদ উদযাপনে আপনাদের সহায়ক হয়।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার বলেন, মহামারী করোনা ভাইরাস এর প্রাদুর্ভাবের পর থেকে আমার প্রিয় নেত্রী নির্ঘুম রাত কাটাচ্ছেন আর সবসময় চিন্তা করছেন কিভাবে দেশের মানুষ ও দেশের অর্থনীতি সচল রাখা যায়। এজন্য সরকারী সহায়তার পাশাপাশি দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন সহায়তা নিয়ে মানুষের পাশে থাকার জন্য। আপনারা সাবধান থাকবেন আর ঘরে থাকবেন। আমরা সহযোগিতা নিয়ে আপনাদের পাশে থাকব।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম নান্নু, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গাজী আমজাদ হোসেন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলহাজ্ব আমির হোসেন, আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল নিলু।