নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক দূর্ঘটনায় ৩ জন নিহত

0 163

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় সড়ক দূর্ঘটনায় ৩জন নিহত। এসময় আহত হয়েছে আরো তিনজন। শুক্রবার সকালে পিকাআপ ভ্যান ও মাইক্রোবাসের সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চাঁদপুরের মতলব উত্তরের রফিকুল ইসলাম, গাইবান্দা জেলার পলাশবাড়ী এলাকার মাহাদীপুরের মিন্টু মিয়া ও মুন্সীগঞ্জের টুঙ্গীবাড়ি এলাকার বোরহান উদ্দিন। সিদ্ধিরগঞ্জ থানায় উপ পরিদর্শক মনির হোসেন জানান, সকালে একটি পিকাআপ ও একটি ট্রাক সানারপাড় এলাকা দিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। এসময় মাইক্রোবাসের সাথে পিকাআপের সংঘর্ষে পিকাআপে থাকা ৬যাত্রী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল আনার পথেই ৩ জন মারা যায়। বাকি তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিহতেদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.