নারায়ণগঞ্জ প্রতিনিধি: মহামারী করোনা প্রাদুর্ভাবে খেটে খাওয়া অসহায় ও দরিদ্র মানুষের মাঝে নিজের ঈদ শপিং এর টাকা দিয়ে ১৩ টি পরিবারকে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন চেংগাকান্দি গ্রামের মোঃ দ্বীন ইসলাম।
শুক্রবার (২২ মে) সকালে তিনি ঈদ সামগ্রী ১৩টি অসহায় পরিবারের বাড়িতে পৌঁছে দেন। উপহার সামগ্রীর মধ্যে ছিলো, ১ টি কক মোরগ,১ কেজি পোলাও চাউল,৫০০গ্রাম লাচ্চা সেমাই,৫০০গ্রাম করাচি সেমাই,৪ পিস নুডলস, ১ কেজি আটা,১০০ গ্রাম গুরো দুধ ও ১ কেজি চিনি।
তিনি বলেন, করোনা সঙ্কটের কারণে দেশে অনেক মানুষের অর্থের অভাবে কষ্টে দিন কাটাছে। এমন সময় যদি আমরা আমাদের বিলাসিতা পরিহার করে এসব অসহায় মানুষের পাশে দাড়ানোটাই প্রত্যেক মানুষের মানবিক দ্বায়িত্ব। আমি আমার সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাড়ানোর চেষ্টা করেছি সবাইকে অনুরোধ করবো সবাই যেন যার যার সামর্থ্য অনুসারে তাদের পাশে দাড়ায়।