শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের আর্থিক সহায়তায় উপজেলা প্রশাসনের সার্বিক নির্দেশনায় ঝিনাইগাতী সমাজ সেবা অধিদপ্তরের বাস্তবায়নে করোনাভাইরাস মোকাবিলায় অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে ।
জানা গেছে উপজেলার হতদরিদ্র,অসহায়,প্রতিবন্ধী ও করোনায় কর্মহীন হয়ে পড়া ৫০ জন পরিবারের মাঝে ১০কেজি চাল,১কেজি ডাল,১লিটার তৈল, ১কেজি লবণ,১ কেজি পেঁয়াজ, ১ প্যাকেট বণফুল লাচ্ছা সেমাই, ১ প্যাকেট দুধ ও ১টি লাইফবয় সাবান সহ প্রধানমন্ত্রীর দেয়া উপহার ও ঈদ সামগ্রী স্থানীয় সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে বিতরণ করা হয় । এ বিতরণ কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, উপজেলার ইউএনও রুবেল মাহমুদ, সহকারী কমিশনার ভূমি জয়নাল আবেদীন, সমাজ সেবা অফিসার মো: আল আমিন, মদন গোপাল পাল ও সুলতান মাহমুদ ।