বিশেষ প্রতিনিধিনাঃ রায়ণগঞ্জের রূপগঞ্জে করোনা আক্রান্ত পল্লী চিকিৎসকের ভরনপোষনসহ চিকিৎসার সকল দায়ভার গ্রহন করেছেন স্থানীয় ভোলাবো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু। এছাড়া সরকারি সহায়তায় পাশাপাশি তার ব্যক্তিগত অর্থায়নে ইউনিয়নের ৪‘হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌছে দিয়েছেন তিনি।
জানাযায়, মহামারী করোনায় ইতিমধ্যে উপজেলায় প্রায় ১৭২ জন ব্যক্তি আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ভোলাবো ইউনিয়ন পরিষদের একমাত্র আক্রান্ত ব্যক্তি ভোলাবো পশ্চিমপাড়ার বাসিন্দা ও পল্লী চিকিৎসক সুরেন্দ্র চন্দ্র দাসের ছেলে ভক্ত চন্দ্র দাসসহ তার পারিবারিকে লকডাউনে রাখা হয়। লকডাউনের ফলে পরিবারের লোকজনের খাওয়া দাওয়াসহ আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ব্যবস্থা অনিশ্চিত হয়ে পরে। এ অবস্থায় ভালাবো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু আক্রান্ত পল্লী চিকিৎসকের ভরনপোষনসহ চিকিৎসার সকল দায়ভার গ্রহন করেন। এছাড়া তিনি সরকারি সহায়তায় পাশাপাশি তার ব্যক্তিগত অর্থায়নে ইউনিয়নের ৪‘হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌছে দিয়েছেন।