নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে সোনারগাঁও পৌরসভার সাবেক মেয়র প্রার্থী মোশারফ হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় পৌর এলাকায় ৯শত অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে পৌরসভার দত্তপাড়া এলাকায় ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে। এসময় পৌরসভা বিএনপির আহবায়ক শাহজাহান মেম্বারের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ, সোনারগাঁও উপজেলার বিএনপির সভাপতি খন্দকার আবু জাফর।
এসময় উপস্থিত ছিলেন কাজী নজরুল ইসলাম টিটু, হাজী সেলিম হক, মোক্তার হোসেন, বজলুর রহমান, শামসুর রহমান মন্টু, মোমেন খান, অধ্যাপক ইমতিয়াজ ওয়াহিদ বকুল, আলমগীর হোসেন, মোতালেব হোসেন ককিশনার, ফারুক আহমেদ তপন কমিশনার, ছাফির উদ্দিন মজনু, লায়ন শফিকুল ইসলাম নয়ন, আজিজুল ইসলাম আজিজ, জিয়াউল ইসলাম চয়ন, হারুন-অর-রশিদ মিঠু, আ: রহিম, এড. সাদ্দম হোসেন, সাবেক কমিশনার রুমা আক্তার ও সালমা আক্তার।