করোনার প্রাদুর্ভাবের কারণে ও ঈদকে সামনে রেখে বিভিন্ন গ্রামে অসহায়, বেকার ও দ্রারিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন, মহানগর যুবদলের নেতাকর্মীরা।
বুধবার (২০মে) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন আট নং ওয়ার্ডের এনায়েত নগর এলাকায় মোল্লা বাড়ির মাজার সংলগ্ন মাঠে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিলো পোলাউ চাল, সেমাই দুই পদের চিনি, দুধ ও মুড়ি ইত্যাদি।
ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা সাগর প্রধান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি মনির হোসেন । অন্যান্যদের মধ্যে ছিলেন ৮নং ওয়ার্ড এর সভাপতি মঞ্জুরুল আলম মুসা, শাওন মাঝি ও সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদল নেতা মেহেদী হাসান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সাখাওয়াত হোসেন বলেন, করোনার কারনে বেকার অসহায় ও দ্রারিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছি। এছাড়া ঈদকে সামনে রেখে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছি।
সাগর প্রধান বলেন, মহামারী করোনায় গরীব অসহায় মানুষের পাশে মহানগর যুবদলের নেতাকর্মীরা পাশে ছিল, সবসময় থাকবে ইনশাল্লাহ।