তৈমুরের নির্দেশে কৃষকের পাশে রূপগঞ্জ বিএনপি

0 177

বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের নির্দেশনায় কৃষকের পাশে দাঁড়িয়েছে রূপগঞ্জ বিএনপি’র নেতাকর্মীরা। তারা প্রায় প্রতিদিনই কোন না কোন কৃষকের ধান কেটে ফসল ঘরে তুলে দিয়ে আসছেন।

তার ধারাবাহিকতায় (১৯ মে) মঙ্গলবার রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কৃষক মোঃ আউয়াল হোসেন এর প্রায় দেড় বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছেন বিএনপি নেতাকর্মীরা।

ধান কাটার অংশগ্রহণ করেন তালপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আহসান উল্লাহ মাস্টার নারায়ণগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ জহিরুল ইসলাম দাউদপুর ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মোঃ রুবেল হোসেন ছাত্রদল নেতা মোহাম্মদ ইসহাক মিয়া মোহাম্মদ আব্দুল্লাহ ইসলাম প্রমুখ।

তৈমুর আলম বলেন, প্রাণঘাতী কোন ভাইরাসের প্রাদুর্ভাব চলাকালীন সময়ে কৃষকের সংকট মোকাবেলায় আমরা প্রত্যেকটি এলাকায় ধান কাটা টিম গঠন করেছি। এই সকল টিমের সদস্যরা বিভিন্ন এলাকায় ধান কাটার কার্যক্রম চালিয়ে যা‌চ্ছে এবং তা অব্যাহত থাকবে।

Leave A Reply

Your email address will not be published.