২৪ ঘন্টায় সৌদি আরবে নুতুন করে ২ হাজার ৫৯৩ জনের দেহে করোনা শনাক্ত

0 259

আর্ন্তজাতিক ডেস্কঃ গত ২৪ ঘণ্টা সময়ে সৌদি আরবে নুতুন করে দুই হাজার ৫৯৩ জনের দেহে করোনার অস্তিত্ব পাওয়া গেছে। এ সময় দেশটিতে আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে আক্রান্ত রোগীর সংখ্যা গিয়ে দাঁড়ালো ৫৭ হাজার ৩৪৫ জন। মারা গেছে ৩২০ জন।

রোববার সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় সৌদিতে সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে মক্কায়, ৫৫৭ জন। এরপরেই আছে রাজধানী রিয়াদ ও আরেক পবিত্র নগরী মদিনা। এই দুই স্থানে যথাক্রমে রোগী পাওয়া গেছে ৪৮৮ ও ৩৯২ জন।

এছাড়া সৌদি বন্দরনগরী জেদ্দায় পাওয়া গেছে ৩৫৭ জন, দাম্মামে ২৮৬ জন, হুফুফে ১৪৯ জন, তায়েপে ৮১ জন, আল খোবারে ৫১ জন, ক্বাতিপে ২৪ জন, তাবুকে ১৫ এবং জাহারানে ১৫ জনকে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।

গত ১৬ মে পর্যন্ত সরকারি হিসেব অনুযায়ী দেশটিতে ৯৬ জন প্রবাসী বাংলাদেশির দেহে প্রাণঘাতী এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।

Leave A Reply

Your email address will not be published.