কাপাসিয়া (গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের কাপাসিয়া ২০১৯-২০২০ অর্থবছরে মৌসুমি বোরো ধান ক্রয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে ও খাদ্য বিভাগের সহযোগিতায় ১১ ইউনিয়নের ২৯৩৯ জন কৃষকের মাঝে উন্মুক্ত লটারি হয়েছে।
শনিবার (১৬ মে) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ উন্মুক্ত কৃষকে লটারি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোসা: ইসমত আরা সভাপতিত্বে উন্মুক্ত লটারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সুমন কুমার বসাক, উপজেলা খাদ্য অফিসার আবু শামস মোঃ শাপকাত রানা, কৃষক প্রতিনিধি মোঃ আইন উদ্দিন প্রমুখ।
Related Posts
ইউনিয়ন ভিত্তিক লক্ষ্যমাত্রায় নিম্নে দেয়া হল
- সিংহশ্রী ইউনিয়ন ১৪৬ মেট্রিক টন,
- রায়েদ ইউনিয়ন ৯৫ মেট্রিক টন,
- টোক ইউনিয়ন ১৬১ মেট্রিক টন,
- বারিষাব ইউনিয়ন ১২৭ মেট্রিক টন,
- ঘাগুটিয়া ইউনিয়ন ১৬২ মেট্রিক টন,
- সনমানিয়া ইউনিয়ন ১৫০ মেট্রিক টন ,
- তরগাঁও ইউনিয়ন ২২৩ মেট্রিক টন,
- কাপাসিয়া ইউনিয়ন ১৬৬ মেট্রিক টন,
- চাঁদপুর ইউনিয়ন ১৯৬ মেট্রিক টন ,
- দুর্গাপুর ইউনিয়ন ১৭১ মেট্রিক টন।
উপজেলায় ১১ ইউনিয়নে ১৭৬৭ মেট্রিক টন ধান ক্রয় করা হবে । উপজেলা খাদ্য অফিস এ তথ্য নিশ্চিত করেন।