এস এম আবু কাউসার, বিশেষ প্রতিনিধি নারায়ণগঞ্জে রূপগঞ্জের বিভিন্ন জায়গায় খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় বিভিন্ন এলাকায় ১০ টাকা কেজি দরে চাল বিতরণ কার্যক্রম অব্যহত রেখেছেন ডিলারগন। এরই ধারাবাহিকতায় ভোলাব ইউনিয়নের আতলাপুর বাজরের ডিলার আঃ আউয়াল (মেম্বার) এই চাল বিতরন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
জানা যায়, দূর্যোগকালীন সময়ে খাদ্য বান্ধব কর্মসূচী চলাকালীন সময়ে অনেক ডিলারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পাওয়া গেলেও ডিলার আঃ আউয়াল (মেম্বার) এর ব্যাপারে এলাকাবাসীর কোন অভিযোগ। ভোলাব ইউনিয়নের বেশ কয়েকটি ওয়ার্ডে আজ চাল বিতরন করা হয়। ২৫০ টি পরিবারের মধ্যে এই খাদ্যবান্ধব কর্মসূচীর ১০ টাকা কেজি চাল বিতরণ করা হয়। এ ব্যাপারে আউয়াল মেম্বার বলেন, আমি কার জিনিস কম দেব। উপজেলা থেকে যেভাবে ৩০ কেজি বস্তা আসে আমি সেভাবে গ্রাহকের কাছে দিচ্ছি। আমার যা রিজিক আছে আল্লাহ আমাকে এমনিই দিবে।