নিজস্ব প্রতিবেদক : দেশে নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এখন পর্যন্ত ১৮ হাজার ৮৬৩ জন এতে সংক্রমিত হয়েছেন। মারা গেছেন মোট ২৮৩ জন। সাধারণ মানুষের পাশাপাশি আক্রান্ত হচ্ছেন সাংবাদিকরাও।
বৃহস্পতিবার দুপুর পর্যন্ত দেশের মোট ৪৯টি গণমাধ্যমের ১০৮ জন সংবাদকর্মী প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে শুধু টেলিভিশনের ৫১ জন সংবাদকর্মী করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন একজন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠেছেন ২৫ জন। এ ছাড়া করোনাভাইরাসের উপসর্গ নিয়েই দুই সংবাদকর্মীর মৃত্যু হয়েছে।
তারা হলেন- দৈনিক সময়ের আলো পত্রিকার সিনিয়র সাব-এডিটর মাহমুদুল হাকিম অপু এবং দৈনিক ভোরের কাগজের স্টাফ রিপোর্টার আসলাম রহমান। তারা দুইজনই করোনার উপসর্গ নিয়ে মারা গেলেও তাদের নমুনা পরীক্ষা রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে দৈনিক সময়ের আলো পত্রিকার নগর সম্পাদক হুমায়ন কবির খোকনের মৃত্যুর পর নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।
যেসব অনলাইন নিউজ পোর্টালের সংবাদকর্মী করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন-
বাংলা ট্রিবিউন: এই অনলাইন পোর্টালটির রিডিং সেকশনের একজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
পূর্বপশ্চিম ডট কম: এই পোর্টালটির জামালপুর প্রতিনিধি আক্রান্ত হয়েছেন। তবে তিনি ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন।
বিবার্তা: এই অনলাইন পোর্টালটির একজন সংবাদকর্মী আক্রান্ত হয়েছেন।
বার্তা২৪: এই নিউজ পোর্টালটির একজন বিশ্ববিদ্যালয় প্রতিনিধি করোনায় আক্রান্ত হয়েছেন।
যেসব রেডিও চ্যানেলের সংবাদকর্মী করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন-
রেডিও টুডে: এই রেডিওটির নারায়ণগঞ্জ প্রতিনিধি করোনায় আক্রান্ত হয়েছেন।
রেডিও আমার: তাদের একজন সংবাদকর্মীর কোভিড-১৯ পজিটিভ এসেছে।
এ ছাড়া বার্তা সংস্থা ইউএনবির চট্টগ্রাম প্রতিনিধি করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন।