নিজস্ব প্রতিবেদকঃ দেশে নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এখন পর্যন্ত ১৮ হাজার ৮৬৩ জন এতে সংক্রমিত হয়েছেন। মারা গেছেন মোট ২৮৩ জন। সাধারণ মানুষের পাশাপাশি আক্রান্ত হচ্ছেন সাংবাদিকরাও।
বৃহস্পতিবার দুপুর পর্যন্ত দেশের মোট ৪৯টি গণমাধ্যমের ১০৮ জন সংবাদকর্মী প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে শুধু টেলিভিশনের ৫১ জন সংবাদকর্মী করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন একজন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠেছেন ২৫ জন। এ ছাড়া করোনাভাইরাসের উপসর্গ নিয়েই দুই সংবাদকর্মীর মৃত্যু হয়েছে।
তারা হলেন- দৈনিক সময়ের আলো পত্রিকার সিনিয়র সাব-এডিটর মাহমুদুল হাকিম অপু এবং দৈনিক ভোরের কাগজের স্টাফ রিপোর্টার আসলাম রহমান। তারা দুইজনই করোনার উপসর্গ নিয়ে মারা গেলেও তাদের নমুনা পরীক্ষা রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে দৈনিক সময়ের আলো পত্রিকার নগর সম্পাদক হুমায়ন কবির খোকনের মৃত্যুর পর নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।
যেসব টিভি চ্যানেলের সংবাদকর্মী করোনাভাইরাস আক্রান্ত হলেন-
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন: স্যাটেলাইট টিভি চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মোট পাঁচ জন সংবাদকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৩ জন সংবাদকর্মী, ১ জন ক্যামেরাপার্সন ও ১ জন ভিডিও এডিরট। তবে ক্যামেরাপার্সন ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন।
দীপ্ত টিভি: এই টেলিভিশন চ্যানেলটির মোট ৬ জন সংবাদকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের সবাই ইতোমধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন।
যমুনা টিভি: জনপ্রিয় টিভি চ্যানেল যমুনা টিভির এখন পর্যন্ত দুইজন সংক্রমিত হয়েছেন। এদের মধ্যে একজন প্রতিবেদক এবং অন্যজন চ্যানেলটির নরসিংদী প্রতিনিধি। দুইজনই ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন।
এটিএন নিউজ: এই সংবাদমাধ্যমটির একজন প্রতিবেদক আক্রান্ত হয়েছেন এবং ইতোমধ্যে সুস্থ হয়েছেন।
একাত্তর টিভি: একাত্তর টিভির মোট ৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে একজন চ্যানেলটির প্রডিউসার, একজন সেন্ট্রাল ডেস্কে কর্মরত ছিলেন। এছাড়া তাদের গাজীপুর প্রতিনিধি আক্রান্ত হওয়ার পর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন।
মাছরাঙা টেলিভিশন: এই টেলিভিশন চ্যানেলটির সাধারণ সেকশনের একজন কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছে। তবে তিনি চিকিৎসা শেষে ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন।
চ্যানেল আই: চ্যানেল আইয়ের একজনের করোনা শনাক্ত হয়েছে। তিনি অনুষ্ঠান বিভাগে কর্মরত ছিলেন।
এনটিভি: এই টেলিভিশন চ্যানেলটির মোট ১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ২ জন চ্যানেলটির প্রতিবেদক, ২ জন সংবাদ উপস্থাপক, ১ জন নিউজ এডিটর, ৬ জন ক্যামেরাপার্সন, ৩ জন অনুষ্ঠান বিভাগের এবং ১ জন ম্যাকাপম্যান।
আরটিভি: এই টিভি চ্যানেলটির মোট ৪ জন সংক্রমিত হয়েছেন।
বাংলাভিশন: এই টেলিভিশন চ্যানেলটির একজন প্রতিবেদক প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এসএ টিভি: চ্যানেলটির দুইজন সংবাদকর্মীর কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এদের একজন চ্যানেলটির ঢাকা অফিসের সংবাদকর্মী এবং অন্যজন গাজীপুর প্রতিনিধি।
চ্যানেল ২৪: এই সংবাদভিত্তিক চ্যানেলটির একজন কর্মী আক্রান্ত হয়েছেন।
সময় টিভি: সময় টিভিতে করোনা শনাক্ত হয়েছে দুইজন সংবাদকর্মীর।
নতুন সময় টিভি (আইপিটিভি): এই চ্যানেলটির একজন নিউজ প্রেজেন্টার করোনায় আক্রান্ত হয়েছেন।
বিটিভি: রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের একজন শীর্ষ কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন।
দেশ টিভি: এই চ্যানেলটির একজন সংবাদ উপস্থাপক করোনায় আক্রান্ত হয়েছেন।
ডিবিসি নিউজ: এই চ্যানেলের একজন সংবাদকর্মীর করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে।
এটিএন বাংলা: এই চ্যানেলে আক্রান্ত হয়েছেন একজন সংবাদকর্মী।
এশিয়ান টেলিশিভশন: এই চ্যানেলের একজন গ্রাফিক্স ডিজাইনার সংক্রমিত হয়েছেন।
একুশে টিভি: তাদের দুইজন সংবাদকর্মীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে।