পত্রিকার ৪৯ সংবাদকর্মী করোনাভাইরাস আক্রান্ত

0 321

নিজস্ব প্রতিবেদকঃ দেশে নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এখন পর্যন্ত ১৮ হাজার ৮৬৩ জন এতে সংক্রমিত হয়েছেন। মারা গেছেন মোট ২৮৩ জন। সাধারণ মানুষের পাশাপাশি আক্রান্ত হচ্ছেন সাংবাদিকরাও।

বৃহস্পতিবার দুপুর পর্যন্ত দেশের মোট ৪৯টি গণমাধ্যমের ১০৮ জন সংবাদকর্মী প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।  এর মধ্যে শুধু পত্রিকার ৪৯ জন সংবাদকর্মী করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন একজন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠেছেন ২৫ জন। এ ছাড়া করোনাভাইরাসের উপসর্গ নিয়েই দুই সংবাদকর্মীর মৃত্যু হয়েছে।

তারা হলেন- দৈনিক সময়ের আলো পত্রিকার সিনিয়র সাব-এডিটর মাহমুদুল হাকিম অপু এবং দৈনিক ভোরের কাগজের স্টাফ রিপোর্টার আসলাম রহমান। তারা দুইজনই করোনার উপসর্গ নিয়ে মারা গেলেও তাদের নমুনা পরীক্ষা রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে দৈনিক সময়ের আলো পত্রিকার নগর সম্পাদক হুমায়ন কবির খোকনের মৃত্যুর পর নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

যেসব পত্রিকার সংবাদকর্মী করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন-

দৈনিক প্রথম আলো: দেশের সবচেয়ে জনপ্রিয় দৈনিক প্রথম আলোর ২ জন সাংবাদিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে একজন ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন।

দৈনিক সময়ের আলো: এই পত্রিকাটির ৮ জন সংবাদকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে পত্রিকাটির নগর সম্পাদক হুমায়ুন কবির খোকন ইতোমধ্যে মারা গেছেন। বাকি চারজন সংবাদকর্মী ও ৩ জন জেনারেল সেকশনের কর্মী।

ডেইলি স্টার: দেশের প্রথম সারির এই ইংরেজি দৈনিকটির একজন সংবাদকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।

দৈনিক ইত্তেফাক: দেশের পুরাতন এই দৈনিকটির মোট ১৭ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৫ জন প্রতিবেদক, ২ জন সম্পাদনা বিভাগের, ৮ জন কম্পিউটার সেকশনের এবং ২ জন সাধারণ সেকশনের কর্মী।

মানবজমিন: এই ট্যাবলয়েড পত্রিকাটির একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

ডেইলি সান: এই পত্রিকায় আক্রান্ত হয়েছেন ২ জন।

ভোরের কাগজ: এই পত্রিকাটির বামনা উপজেলা প্রতিনিধি আক্রান্ত হয়েছেন। তবে তিনি ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন।

যায়যায়দিন: এই পত্রিকাটির রিডিং সেকশনের একজন আক্রান্ত হয়েছেন।

দৈনিক আলোকিত বাংলাদেশ: এই পত্রিকাটির মোট দুইজন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে একজন ঢাকার সংবাদকর্মী এবং অন্যজন গাজীপুরের কাপাসিয়া প্রতিনিধি। কাপাসিয়া প্রতিনিধি ইতোমধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠেছেন।

ঢাকা ট্রিবিউন: ঢাকা ট্রিবিউনে একজন করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি জেনারেল সেকশনে কাজ করতেন।

আমাদের নতুন সময়: এই পত্রিকাটির দুইজন সংবাদকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তারা দুইজনই ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন।

দৈনিক দেশ রূপান্তর: এই পত্রিকাটির ফিচার বিভাগের একজন করোনায় আক্রান্ত হয়েছেন।

দৈনিক কালের কণ্ঠ: পত্রিকাটির একজন ফটো সাংবাদিক করোনায় আক্রান্ত হয়েছেন।

বাংলাদেশের খবর: এই প্রত্রিকার একজন প্রতিবেদক আক্রান্ত হয়েছেন। তবে তিনি এখন সুস্থ।

দৈনিক সংগ্রাম: এই প্রত্রিকার করোনা শনাক্ত হয়েছে একজনের। তিনি ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন।

শীতলক্ষ্যা: নারায়ণগঞ্জের এ স্থানীয় পত্রিকার সম্পাদক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। চিকিৎসা শেষে তিনি ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন।

দৈনিক আজকালের খবর: এই দৈনিকটির বরগুনার বামনা উপজেলা প্রতিনিধি করোনায় আক্রান্ত হয়েছেন। তবে তিনি এখন সুস্থ।

দৈনিক ইনকিলাব: দেশের পুরাতন এই পত্রিকার একজন সংবাদকর্মীর করোনা শনাক্ত হয়েছে। তিনি এখন সুস্থ আছেন।

দৈনিক জনতা: এই পত্রিকার একজন আক্রান্ত হয়ে ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন।

দৈনিক আমার বার্তা: এই পত্রিকার সম্পাদক নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

দৈনিক লোকসমাজ: যশোরের স্থানীয় এই দৈনিকটির একজন সাব-এডিটর আক্রান্ত হয়েছেন। তিনি ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন।

দৈনিক প্রতিদিনের সংবাদ: এই দৈনিকটির একজন প্রতিবেদক আক্রান্ত হয়েছেন এবং তিনি চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠেছেন।

 

Leave A Reply

Your email address will not be published.