এবার রোহিঙ্গা শরণার্থীদের ক্যাম্পে করোনা রোগী শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে দুই সংখ্যালঘু রোহিঙ্গা শরণার্থীকে কোভিড-১৯ আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। গত ৮ মার্চ দেশে করোনা রোগী শনাক্ত হলেও এই প্রথম রোহিঙ্গা শিবিরে কোভিড-১৯ আক্রান্ত রোগী পাওয়া গেল।
রোহিঙ্গা ক্যাম্পে প্রথমবারের মতো করোনা রোগী শনাক্ত
জানা গেছে, আজ বৃহস্পতিবার রোহিঙ্গা ক্যাম্পের ৩৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ওই দুই জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।
রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের স্বাস্থ্য সমন্বয়ক ডা. তোয়াহা ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন বলে বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে।
তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে, আক্রান্ত দুই জনের সংস্পর্শে এসেছিলেন এমন আরো ৬ জনকে আলাদা করে রাখা হয়েছে।
জানা গেছে, আক্রান্তদের মধ্যে একজনকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা মেডিসিন উইদাউট বর্ডারস এবং অন্যজনকে আন্তর্জাতিক শরণার্থী সংস্থার তত্ত্বাবধানে আইসোলেশনে রাখা হয়েছে।
ডা. তোয়াহা ভুঁইয়া বলছেন, ১ হাজার ৯০০ শরণার্থীকে আলাদা করা হয়েছে বলে এর আগে যে খবর বেরিয়েছিল তা সঠিক নয়। বরং ১ হাজার ৯০০ জনকে আইসোলেশনে রাখার মতো ১২টি সেন্টার প্রস্তুত রাখা হচ্ছে।
প্রসঙ্গত, বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের শুরু হওয়ার পর পরই স্বাস্থ্য বিশেষজ্ঞরা রোহিঙ্গাদের শরণার্থী ক্যাম্পগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। কারণ সেখানে অল্প জায়গায় প্রায় ১০ লাখ রোহিঙ্গা ঘিঞ্জি পরিবেশে বসবাস করছেন। এই উৎকণ্ঠা থেকেই গত ৪ মার্চ আংশিক ও ১৪ মার্চ রোহিঙ্গ ক্যাম্প পুরোপুরি লকডাউন করে দেওয়া হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের আজ বৃহস্পতিবারের তথ্যানুযায়ী, দেশে এ পর্যন্ত ১৮ হাজার ৮৬৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২৮৩ জনের। এ ছাড়া সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৬১ জন।