করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৩ লাখ

0 171

ভয়াবহ করোনাভাইরাসে মৃত্যুর  সংখ্যা গতকালই ৩ লাখ ছাড়িয়ে গেছে। বরাবরের মতোই ওইদিনও সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্তের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে।

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ পরিসংখ্যান থেকে জানা যায়, গত বৃহস্পতিবার বিশ্বের বিভিন্ন স্থানে মারা গেছে আরও ৫ হাজার ৩১৭ জন। ফলে এই মুহূর্তে করোনায় মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৩ হাজার ৩৭২ জন। এদের মধ্যে শুক্রবার সকালেই মারা গেছে আরও ২৯০ জন।

বৃহস্পতিবারও করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে, ১ হাজার ৭১৫ জন। ফলে দেশটিতে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৮৬ হাজার ৯১২তে। সেখানে করোনায় আক্রান্ত হয়েছে মোট ১৪ লাখ ৫৭ হাজার ৫৯৩ জন। আক্রান্ত ও মৃত্যুতে এখনও করোনা তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।

মৃত্যুতে শীর্ষ দেশগুলোর মধ্যে যুক্তরাজ্যে ৩৩ হাজার ৬১৪, ইতালিতে ৩১ হাজার ৩৬৪, স্পেনে ২৭ হাজার ৩২১, ফ্রান্সে ২৭ হাজার ৪২৫, ব্রাজিলে ১৩ হাজার ৯৯৯, বেলজিয়ামে ৮ হাজার ৯০৩, জার্মানিতে ৭ হাজার ৯২৮, ইরানে ৬ হাজার ৮৫৪, নেদার‍ল্যান্ডস ৫ হাজার ৫৯০ এবং কানাডায় মারা গেছে ৫ হাজার ৪৭২ জন।

তবে করোনায় লাখ লাখ মানুষ মারা গেলেও সুস্থ হয়ে উঠার সংখ্যাও কিন্তু কম নয়। এ পর্যন্ত সুস্থ হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের ১৭ লাখ ৩ হাজার ৮০৮ জন। এখন চিকিৎসাধীন রয়েছেন ২৫ লাখের বেশি মানুষ। এদের মধ্যে ৪৫ হাজারের অবস্থা আশঙ্কাজনক। অর্থাৎ আগামীতে করোনায় মৃত্যু যে সাড়ে ৩ লাখ ছাড়িয়ে যাবে তা এক প্রকার নিশ্চিত।

তবে আশার কথা এই যে, বিশ্বজুড়ে বিজ্ঞানীরা এর ভ্যাকসিন আবিষ্কারের মরিয়া চেষ্টা চালাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশের ১০৮টি গবেষক দল করোনা ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টায় লিপ্ত। এরমধ্যে আটটি ভ্যাকসিনের প্রথম ধাপ অর্থাৎ মানবদেহে প্রয়োগ সম্পন্ন করেছে।

Leave A Reply

Your email address will not be published.