নিউজ ট্রেইলার ডেক্স : আইসিসি’র নিয়মিত হালনাগাদ হতে থাকা নতুন ওয়ানডে র্যাংকিংয়ে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। ২৫ জুন প্রকাশিত র্যাংকিং অনুযায়ী বাংলাদেশের অবস্থান সাতে। অন্যদিকে ইংল্যান্ডকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছে ভারত।
গত ১৪ জুন প্রকাশিত ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ছিল আটে। রেটিং পয়েন্ট ছিল ৮৫। বিশ্বকাপ শুরুর পর ওই সময়ের মধ্যে বাংলাদেশ ৩ ম্যাচ খেলে ১টিতে জয় পেয়েছিল, হেরেছিল ১টিতে আর ১টি হয়েছিল ড্র। তবে এরপর ২৫ জুনের মধ্যে বাংলাদেশ ৩ ম্যাচ খেলে জয় পেয়েছে ২টিতে। ফলে বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৯২-এ।
বাংলাদেশকে জায়গা ছেড়ে দিয়ে নবম স্থানে নেমে গেছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের রেটিং পয়েন্ট এখন ৭৮। সমান রেটিং পয়েন্ট নিয়েও আটে আছে শ্রীলঙ্কা। কারণ তাদের ম্যাচ সংখ্যা আর পয়েন্ট উইন্ডিজের চেয়ে বেশি।