ধর্ষনের অভিযোগ করে পুলিশের বিরূদ্ধে মামলা

0 437

নিজস্ব প্রতিনিধিঃ
নারীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে কেরাণীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১১ জুন) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৬ এর বিচারক শহিদুল ইসলামের আদালতে ভুক্তভোগী এক নারী মামলাটি দায়ের করেন। বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন। বাদীর আইনজীবী মোহাম্মদ জাকির হোসেন হাওলাদার বিষয়টি জানিয়ে বলেন, মামলায় কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ জোবায়ের, ওসি অপারেশন গোলাম সরোয়ার, উপ-পরিদর্শক (এসআই) রেজাউল আমিন বাশার, মোহাম্মদ ফারুক, হায়দার, মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ হানিফ মেম্বার, মোহাম্মদ রফিক, মোহাম্মদ বাবুল মধুকে আসামি করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.