
নিউজ ডেক্সঃ রাজধানীর কেরানীগঞ্জ মডেল থানার বন্দ ডাকপাড়া এলাকায় পপুলার গ্যাস্ট্রোলিভার হাসপাতালের সামনে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত যুবকের নাম মোঃ রকি (২৮)। তার বাবার নাম মৃত আলমগীর হোসেন। বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী খালপাড় এলাকায়। ঘটনাটি ঘটেছে ৬জুন বৃহস্পতিবার রাত ১১টায়। রকি রাজধানীর ইসলামপুরে একটি কাপড়ের দোকানে চাকরি করত। সে এক কন্যাসন্তানের জনক।
এ ঘটনায় নিহতের মা ফিরোজা ইয়াসমিন বাদী হয়ে শুক্রবার দুপুরে কেরানীগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। তবে এখন পর্যন্ত এ মামলার কোন আসামি গ্রেফতার হয়নি।
নিহত রকির শ্বশুর মিরাজ হোসেন জানান, গত বৃহস্পতিবার বিকেল ৪টায় বাসা থেকে বের হয়ে কদমতলী গোলচত্বর এলাকায় ডিবি অফিসের সামনে একটি চায়ের দোকানে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। রাত ১১টার সময় আমরা খবর পাই, রকিকে বন্দ ডাকপাড়া এলাকায় পপুলার গ্যাস্ট্রোলিভার হাসপাতালের সামনে কে বা কারা ধারালো চাপাতি দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে ফেলে রেখে গেছে। খবর পাওয়া মাত্র আমরা তাকে দ্রুত উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রকিকে মৃত ঘোষণা করেন।
কেরানীগঞ্জ মডেল থানার এসআই মোঃ রাসেল মোল্লা জানান, খবর পেয়ে রাতেই আমরা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে যাই এবং নিহত রকির সুরতহাল প্রতিবেদন তৈরি করে তার লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি। এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) মোল্লা সোহেব আলী জানান, ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরধরে রকিকে হত্যা করা হতে পারে। তবে আমরা ঘটনার সাথে কে বা কারা জড়িত আছে তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।