আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

0 341

নিউজ ট্রেইলারঃ ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে বা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ। প্রতি বছর ৩ মে বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়। সাংবাদিকদের পেশাগত অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যই দিবসটির মূল উপজীব্য।

১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ মোতাবেক ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মে-কে ‘ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে’র স্বীকৃতি দেওয়া হয়।

সাংবাদিকতার স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিহত করার শপথ গ্রহণ এবং পেশাগত দায়িত্ব পালনকালে ক্ষতিগ্রস্ত ও মৃত্যুবরণকারী সাংবাদিকদের স্মরণ করা এ দিনে। তাদের স্মৃতির প্রতি সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এ দিনে।

সারা বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশের সাংবাদিকরাও দিবসটি পালনে সচেষ্ট। আজ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান দিনটি পালন করবে। সংগঠনের বাইরে ব্যক্তি উদ্যোগেও সাংবাদিকরা দিবসটি উপলক্ষে প্রয়োজনীয় কর্মসূচি নেবেন।

Leave A Reply

Your email address will not be published.