পুনর্নির্বাচন সম্ভব নয়: ঢাবি উপাচার্য

0 520

নিউজ ট্রেইলার : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) পুনর্নির্বাচন সম্ভব নয় বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান।তিনি বলেন, ডাকসু নির্বাচন সফল করতে বিশ্ববিদ্যালয়ের সাড়ে চারশ’ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর শ্রম-সময় ও মেধার যে খরচ হয়েছে তার প্রতি অসম্মান জানাতে পারি না। তাদের শ্রমকে অসম্মান করার এখতিয়ার আমার নেই।

আজ বুধবার দুপুরে উপাচার্য কার্যালয় থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।অধ্যাপক আখতারুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্ট করতে এবং বিশৃঙ্খলা সৃষ্টি চেষ্টা করা হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মেনে নেবে না।এরআগে, বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে পুনর্নির্বাচনের দাবিতে সাক্ষাৎ করেন ভিপি নুরুল হক নুরসহ ডাকসু নির্বাচনে অংশ নেওয়া পাঁচটি প্যানেলের প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা। তারা পুনর্নির্বাচনের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন।

Leave A Reply

Your email address will not be published.