বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক রতনের সঙ্গী হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবীন শিক্ষক অধ্যাপক ড: আব্দুর রশীদ স্যারের সাথে দেখা করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছেন যুক্তরাজ্যের বাসিন্দা যুক্তরাজ্যের নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাখানিয়্যাল হুইজু (ডীন) সে নিউক্যাসল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে বর্তমানে জাপানে উচ্চশিক্ষায় অধ্যয়নরত।
মুক্তিযোদ্ধা আব্দুল খালেক রতন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও বাংলাদেশের জাতীয় পাতাকা উত্তোলনের সময়ের সাক্ষী,তিনি ৭ই মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষনের সময় সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত থেকে বঙ্গবন্ধুর ভাষনে অনুপ্রানিত হয়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়েন। তারপর যুদ্ধ পরবর্তী বাংলাদেশকে সুগঠিত করতে তিনি সুদুর যুক্তরাজ্যে পাড়ি জমান ।
দেশের জন্য আন্তর্জাতিক পরিসরে কাজ করতে থাকেন।সেখান থেকেই তিনি বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গের সাথে নিজ দেশের হয়ে কাজ করতে থাকেন।মুক্তিযোদ্ধা আব্দুল খালেক রতনের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপকের কথা শুনে উনার সাথে দেখা করার ইচ্ছা পোষন করেন নাখানিয়্যাল হুইজু (ডীন)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড: আব্দুর রশীদ স্যারের সাথে দেখা করতে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন।
এ সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের রিসার্স সেন্টার ও বিভাগ ঘুরে দেখেন।এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল,ব্যাবসা শিক্ষা অনুষদ সহ বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেন।এসময় তিনি অধ্যাপক আব্দুর রশীদ স্যারের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইসলামিক স্টাডিজ বিভাগ দেখে আমার খুব ভালো লাগছে, আর যুক্তরাজ্যের নাগরিক হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপকের সাথে দেখা করতে পেরে আমি গর্বিত। তিনি ভবিষ্যতে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার কথা জানান।