চকবাজার অগ্নিকাণ্ডে আরও একজনের মৃত্যু, নিহত বেড়ে ৭১

0 535

নিউজ ট্রেইলার :  পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ জাকির হোসেন (৪৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭১ জনে।

শনিবার (২ মার্চ) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত জাকিরের শরীরের ৩৮ শতাংশের মতো আগুনে পোড়া ছিল।এর আগে সোমবার (২৫ ফ্রেরুয়ারি) দিনগত রাতে ঢামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রিকশাচালক আনোয়ার হোসেন ও সোহাগ পরে শুক্রবার (১ মার্চ) ভোরে রেজাউলসহ তিনজনের মৃত্যু হয়।ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।গত ২০ ফেব্রুয়ারি (বুধবার) রাত সাড়ে ১০টার পর চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের আবাসিক ভবনে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট ১৪ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।


Leave A Reply

Your email address will not be published.