গত ২৪ ঘন্টায় সোনারগাঁওয়ে আরও ৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২৭ জন । এ পর্যন্ত করোনায় ১৪ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ১৭০ জন।
রবিবার রাতে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেন।
তথ্যমতে, যে সকল এলাকায় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে।
উপজেলার সোনারগাঁও পৌরসভা এলাকায় ২ জন (এদের মধ্যে সোনালী ব্যাংকের একজন কর্মচারী রয়েছেন), মোগরাপাড়া ইউনিয়নে ২ জন, পিরোজপুর ইউনিয়নে ২ জন, বৈদ্যেরবাজার ইউনিয়নের ১ জন।
আক্রান্তদের মধ্যে প্রাপ্তবয়স্ক নারী-পুরুষ রয়েছেন।