নারায়ণগন্জের সোনারগাঁয়ে করোনা উপসর্গ নিয়ে আবুল বাশার ও মুকবুল হোসেন নামের ২ ব্যক্তি মৃত্যু বরণ করেছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
মঙ্গলবার(২রা জুন) দুপুরে এ দুজন বারদী ইউনিয়নের বড় আলমদী ও দৈলেরদী এলাকায় মৃত্যু বরণ করেন।
স্থানীয় এলাকাবাসীরা জানান,উপজেলা বারদী ইউনিয়নে দৈলেরদী গ্রামের মৃত আহসান আলীর ছেলে মকবুর হোসেন (৪০) গত কয়েকদিন ধরে ঠান্ডা,জ্বর ও গলা ব্যাথায় ভুগছিলেন।তারই প্রেক্ষিতে আজ মঙ্গলবার ১২টার দিকে তার শ্বাসকষ্ট বেড়ে গিয়ে দুপুরের দিকে মারা যায়। মৃত মকবুর করোনা নমুনা পরিক্ষা করালেও রির্পোট আসার আগেই তার মৃত্যু বরণ করেন।
অপরদিকে,বারদী ৯নং ওয়ার্ডের বড় আলমদী গ্রামের মৃত মাহাব্বত আলীর ছেলে আবুল বাশার (৬০) কয়েকদিন যাবত জ্বর, ঠান্ডা ও কাশিতে ভুগছিলেন। আজ মঙ্গলবার দুপুরে শ্বাসকষ্ট বেড়ে গিয়ে তার মৃত্যু হয়।