সোনারগাঁও প্রতিনিধি : সোনারগাঁওয়ে করোনার উপসর্গ নিয়ে দানেশ (৪৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার সনমান্দী ইউনিয়নের উত্তর জাইদারগাঁও এলাকায় নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়। তিনি উত্তর জাইদারগাঁও এলাকার শামসুদ্দিনের ছেলে । জানা গেছে, কয়েক দিন যাবত তিনি জ্বর ও গলা ব্যথা ভুগছিলেন।
সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার সাহা জানান, মৃত দানেশের নমুনা সংগ্রহ করা হয়েছে।
সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম জানান, দানেশের নমুনা সংগ্রহ করা হয়েছে। আগাামীকাল (বুধবার) ১০ টা দিকে তার জানাজা শেষে দাফন কাফন সম্পন্ন করা হবে।