নারায়ণগঞ্জ প্রতিনিধি : গত ২৪ ঘন্টায় সোনারগাঁওয়ে ১২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৭ জন । এ পর্যন্ত করোনায় ৬ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৭৪ জন।
সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন।
তথ্যমতে, যে সকল এলাকায় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে।
উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দরে ২ জন, কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় ৫ জন, জামপুর ইউনিয়নের জামপুর এলাকায় ১ জন, সনমান্দি ইউনিয়নের সনমান্দি এলাকায় ১ জন, মোগরাপাড়া ইউনিয়নের কাবিলগঞ্জ এলাকায় ১ জন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মী রয়েছেন ২ জন।
আক্রান্তদের মধ্যে বিভিন্ন বয়সের নারী-পুরুষ ও শিশু রয়েছেন।