সড়ক দুর্ঘটনায় ২ ভাই নিহত

0 162

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় সুজন চৌধুরী (২৬) ও রাব্বি চৌধুরী(২০) নামের ২ ভাই নিহত হ‌য়ে‌ছে। গত মঙ্গলবার রাত দেড়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার আউখাবো বাংলাকেট এলাকায় ট্রা‌কের ধাক্কায় পিকআপ খাদে পড়ে এ দুর্ঘটনা ঘ‌টে।

কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের এসআই জহিরুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে রাজধানীর আলুবাজার থেকে লিচু বোঝাই পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৫-৭৭৬২) নরসিংদীর উদ্দেশ্য রওয়ানা হয়।

পথে রাত দেড়টার দিকে মহাসড়কের আউখাবো বাংলাকেট এলাকায় পৌঁছালে পিকআপটিকে পেছন দিক থেকে আসা চিনি বোঝাই ট্রাক (ঢাকা-মেট্রো-ন-১৩৪৯৯০) ধাক্কা দেয়।

এ‌তে উভয়গাড়ী খাদে পড়ে পিকআপ চালক সুজন চৌধুরী ও তার সাথে থাকা ছোট ভাই রাব্বি চৌধুরী মারা যায়।

তি‌নি আরও জানান, বুধবার সকালে পু‌লিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করাসহ ক্ষতিগ্রস্ত গা‌ড়ি দু‌টি জব্দ করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.