চার্জে লাগিয়ে কথা বলার সময় মোবাইল বিস্ফোরণে মা-ছেলে দগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। রোববার সকালে উপজেলার সোনারগাঁও পৌরসভা এলাকার জয়রামপুর গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে দগ্ধ মা ও ছেলেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানায়, জয়রামপুর গ্রামের ভাড়াটিয়া ভানু রানী দাসের ছেলে অপূর্ব দাস রোববার সকালে চার্জে রেখে মোবাইল ফোনে কথা বলছিল। এ সময় মোবাইল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আগুনে দগ্ধ হয় বানু রানী দাস ও তার ছেলে অপূর্ব দাস। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন।
বাড়ির মালিক মিজানুর রহমান জানান, দগ্ধ অপূর্ব ও তার মা ভানু রানীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।