আইন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মিজানুর রহমান। আসন্ন মুহসিন হল সংসদ নির্বাচনে ‘সমাজসেবা সম্পাদক’ পদপ্রার্থী। তিনি নির্বাচিত হলে মুহসিন হল পরিবারের সাথে একজন সমাজসেবক ও আইনজীবী হিসেবে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে সাধারণ ছাত্রদের সমর্থন চাচ্ছেন।তিনি বলেন নির্বাচিত হলে
১. ছাত্রদের জন্য টিউশন ও সাময়িক জবের ব্যবস্থা করা
২.এলামনাই বৃত্তির ব্যবস্থা করা
৩.চাকরীর প্রস্তুতির জন্য অনলাইন ও অফলাইনে ফ্রি ক্লাশ নেয়া
৪. ক্যারিয়ার বিষয়ক সভা-সেমিনার আয়োজন করা
৫.একজন আইনজীবী হিসেবে সব সময় মুহসিন হল পরিবারের পাশে থাকা
৬. দৃষ্টিজয়ীসহ অন্যান্যদের সেবা
করা
তার এই ছাত্রবান্ধব অসাধারণ উদ্যোগে বাস্তবায়ন হলে সাধারণ ছাত্ররা তাকে ভোট দিতে প্রস্তুত বলে জানা গেছে। তারা এই প্রার্থীর মাঝে কাজ করার মানুষিকতা খুজে পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে।
তিনি আরো বলেন,আপনারা ভোট দিয়ে জয়ী করলে একজন আইনজীবী হওয়ার পাশাপাশি সবসময় আপনাদের পাশে থাকব।
বিসিএস বা জব করব না কথা দিলাম
এগুলা এমনি প্রতিশ্রুতি না আমি করার চেষ্টা করব কারণ আমি দীর্ঘ পরিকল্পনা নিয়েছি।