ইমরান হোসাইন আদ্রিয়ান: বইমেলা বাঙালির প্রাণের মেলা,বাঙ্গালী জাতির আত্বার সাথে মিশে আছে এই মেলা। বাঙ্গালীরইতিহাসের পাতায় পাতায় রয়েছে এর বিচরণ।বইমেলা আমাদের জাতীয়তাবাদকে জাগ্রত করতে সাহায্য করে বহু গুনে। লেখক ওপাঠকদের নিয়ে এক মিলনমেলায় পরিনত হয় বাংলা একাডেমি প্রাঙ্গন। হাজারো জ্ঞানের ভান্ডার হিসেবে পাঠকদের আকর্ষন করেবই মেলা।
ফেব্রুয়ারি মাস ভাষার মাস, শোকের মাস, শক্তির মাস, চেতনার মাস। বাংলাদেশের মানুষের স্বাধীনতার চেতনা অঙ্কুরিতহয়েছিল এই মাসে। ১৯৫৫ সালের ৩রা ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় বাংলা একাডেমি। বাংলা ভাষা, সাহিত্য, সাংস্কৃতিক প্রতীক বাংলাএকাডেমি গবেষণা ও প্রকাশনার পাশাপাশি একুশের চেতনাকে সমুন্নত রেখে চলেছে।
বাংলাকে রাষ্ট্রভাষার দাবিতে সংগ্রাম করে ২১ ফেব্রুয়ারি যারা অকাতরে প্রাণ দিয়েছিলেন তাদের স্মৃতি আমরা ধরে রাখতে চাই, তাই সে ঘটনাকে অম্লান করে রাখার জন্য ১৯৮৪ সালে ফেব্রুয়ারি মাসে আয়োজিত এই মেলার নাম করা হয় ‘অমর একুশেগ্রন্থমেলা’। তাই একুশ মানে শোক নয়, একুশ মানে শক্তি, একুশ মানে চেতনা, একুশ মানে প্রেরণা।
পঞ্চদশ শতকের জার্মানির ফ্রাঙ্কফুর্টের বই মেলা থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের ২০২০ সালের বাংলা একাডেমির বইমেলা,কাজ কিন্তু একটাই জ্ঞানের পরিধি বৃদ্ধি করা, মননশীলতার বিকাশ ঘটানো। কোনো পাঠক যখন বইয়ের পাতা খোলে তখনঘুমন্ত জ্ঞান জেগে ওঠে, কথা বলতে শুরু করে পাঠকের সাথে। জ্ঞানের আলো তখন পাঠককে আলোকিত করে, পাঠকের মাধ্যমেছড়িয়ে পড়ে বিশ্ব চরাচরে। কবি জসিমউদ্দীন যথার্থই বলেছেন, বই জ্ঞানের প্রতীক, বই আনন্দের প্রতীক। মনীষী লিও টলস্টয়শুধু এতেই সীমাবদ্ধ থাকেননি। তিনি বলেছেন, পৃথিবীতে মানুষের তিনটি জিনিস প্রয়োজন, বই, বই, বই। এফ টরুপার বলেছেন, একখানি ভালো বই শ্রেষ্ঠ বন্ধু, আজ এবং আগামীকালের জন্য। সাধারণ চক্ষু সবার থাকে, জ্ঞান চক্ষু সবার থাকে না। সাধারণচক্ষু দিয়ে পানি পড়ে, চক্ষুতে ছানি পড়ে, কিন্তু জ্ঞান চক্ষুর কিছুই হয় না। ছানি পড়ে না, পানি পড়ে না। যতো বেশি বই পড়া হবেজ্ঞান চক্ষু ততো বেশি প্রখর হবে।
মানুষের শরীরের জন্য যেমন ব্যায়াম করতে হয় তেমনি মস্তিস্কের ব্যায়াম হলো বই পড়া।ইতিহাসের পাতায় যে জাতি যত বেশী বইপড়েছে সে জাতি তত বেশী উন্নত হয়েছে। বই আমাদের ভিতরকে আলোকিত করে আর সে আলোয় উদ্ভাসিত হয় হাজারোমানুষ। সভ্যতার উৎকর্ষ সাধনে বৈশ্বিক প্রতিযোগিতার মাঠে টিকে থেকে বাংলাদেশের নাম সর্বোচ্চ চূড়ায় নিয়ে যেতে বই পড়াযেমন জরুরি তেমনই বইকে জানতে বইমেলার বিকল্প আর কিছু নেই।