ফরিদপুরে বানিজ্যিক গুরুত্বপূর্ণ ও রপ্তানীযোগ্য ঔষধি উদ্ভিদ চাষাবাদ ও প্রক্রিয়াজাতকরন প্রশিক্ষণ শুরু

0 193

ফরিদপুরে ডাস-বাংলাদেশ ট্রেনিং অ্যান্ড রিসোর্স ডেভেলপমেন্ট সেন্টারে বানিজ্যিক গুরুত্বপূর্ণ ও রপ্তানীযোগ্য ঔষধি উদ্ভিদ চাষাবাদ ও প্রক্রিয়াজাতকরনের ২ দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

১০ মার্চ সকালে বাংলাদেশ নিম ফাউন্ডেশনের উপদেষ্টা মমতাজ হাকিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ২ দিনব্যাপী এই প্রশিক্ষণের উদ্বোধন করেন বান্দরবানের কৃষি কর্মকর্তা নির্মল কুমার দাশ। এ সময় বহরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম , নিম ফাউন্ডেশনের উপদেষ্টা মিসেস মমতাজ হাকিম, টিপু সুলতান, সুপারভাইজার,নিম প্রজেক্ট, ফরিদপুর উপস্থিত ছিলেন। বাংলাদেশ নিম ফাউন্ডেশনের আয়োজনে ও মেডিসিনাল প্লান্টস অ্যান্ড হারবাল প্রডাক্টস, বিজনেস প্রমোশন কাউন্সিল, বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় বানিজ্যিক গুরুত্বপূর্ণ ও রপ্তানীযোগ্য ঔষধি উদ্ভিদ চাষাবাদ ও প্রক্রিয়াজাতকরন বিষয়ের ওপর এই প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। প্রশিক্ষণ প্রদান করেন টিপু সুলতান এবং মোঃ শাহিন সরকার। কর্মসূচির আওতায় বৃহত্তর ফরিদপুর এরিয়ার ৪০ জন করে ২ দিনে মোট ৮০ জন নারী পুরুষ শিক্ষার্থী মার্চ ১০-১১ তারিখে প্রশিক্ষণ গ্রহণ করবেন। আগামী ১১মার্চ এই প্রশিক্ষণ শেষ হবে এবং ওইদিন প্রশিক্ষণার্থীদের সনদপত্র ও ভাতা দেয়া হবে। প্রশিক্ষণের উদ্বোধন শেষে প্রধান অতিথি প্রশিক্ষণ পর্যবেক্ষণ করেন। এছাড়াও বিপিসির প্রতিনিধি মিসেস ফাতেমা বিনতে রহমান উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.