সোনারগাঁওয়ের পিরোজপুর ইউনিয়নের কাদিরগঞ্জ এলাকায় সড়কের আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
প্রস্থে ১৯ ফুট ও ১৮০০ ফুট দীর্ঘ সড়কের আরসিসি ঢালাই কাজ দুই ধাপে বাস্তবায়ন করা হবে বলে জানা গেছে।
এছাড়াও ঝাউচর এলাকায় সড়ক ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি।
সড়কের ঢালাই কাজের উদ্বোধন অনুষ্ঠানে ইউপি সদস্য সেলিম রেজা, মমতাজ বেগমসহ স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।