নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় আক্রান্ত আরও ৬৭

0 380

নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে গত ২৪ ঘন্টায় করোনা পরীক্ষর নমুনা সংগ্রহ করা হয়েছে ৬৬৯ জনের। সর্বশেষ পরীক্ষার রিপোর্ট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় নতুন করে জেলায় করোনায় আক্রান্ত হয়েছে আরও ৬৭ জন।আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় কারো মৃত্যু হয়নি। তবে সুস্থ হয়েছে দুই শতাধিক।

এ নিয়ে ১১ জুন বৃহষ্পতিবার পর্যন্ত জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে মোট ৩ হাজার ৮৩৮ জন। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে মোট ৯৩ জন।

১১ জুন বৃহষ্পতিবার নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ থেকে এ তথ্য জানা যায়।

জেলা স্বাস্থ্য বিভাগ থেকে জানা যায়, জেলার ১ টি সিটি কর্পোরেশন ও ৫ টি উপজেলার বিভিন্ন এলাকা থেকে গত ২৪ ঘন্টায় ৬৬৯ জন সহ মোট ১৭ হাজার ৬২১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায় গত ২৪ ঘন্টায় আড়াইহাজার উপজেলায় ৯ জন, বন্দর উপজেলায় (৫টি ইউনিয়নে) ৭ জন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় ২৩ জন রুপগঞ্জ উপজেলায় ১৯ জন, নারায়ণগঞ্জ সদর উপজেলায় ২ জন এবং সোনারগাঁ উপজেলায় গত ২৪ ঘন্টায় ৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় গত ২৪ ঘন্টায় ৬৭ জন সহ করোনায় আক্রান্ত হয়েছে মোট ৩ হাজার ৮৩৮ জন।

১১ জুন বৃহষ্পতিবার পর্যন্ত মৃত্যু বরণ করেছে আড়াইহাজারে ২ জন, বন্দর উপজেলায় (৫টি ইউনিয়নে) গত ২৪ ঘন্টায় ১ জন সহ ৩ জন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় গত ২৪ ঘন্টায় ১ জন সহ ৫৪ জন, রুপগঞ্জ উপজেলায় ২ জন, নারায়ণগঞ্জ সদর উপজেলায় গত ২৪ ঘন্টায় ১ জন সহ মোট ১৯ জন এবং সোরনারগা উপজেলায় মোট ১২ জন। সব মিলিয়ে জেলায় করোনায় আক্রান্তদের মধ্যে মৃত্যু বরণ করেছে ৯৩ জন ।

গত ২৪ ঘন্টায় জেলায় সুস্থ হয়েছে ১ দিনে সর্বোচ্চ ২৩২ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছে আড়াইহাজারে ১০২ জন, বন্দরে ২১ জন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় ৬০০ জন, রুপগঞ্জ উপজেলায় ১৯২ জন, নারায়ণগঞ্জ সদর উপজেলায় ৩৬৫ জন এবং সোনারগাঁ উপজেলায় ৩২ জন সহ জেলায় মোট ১ হাজার ৩১২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এ নিয়ে নারায়ণগঞ্জে সর্বমোট ১৭ হাজার ৬২১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়েছে মোট ৩ হাজার ৮৩৮ জন। আক্রান্তদের মধ্যে মোট ৯৩ জনের মৃত্যু হয়েছে এবং ১ হাজার ৩১২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

Leave A Reply

Your email address will not be published.