কৃষক বাঁচলে বাঁচবে দেশ এই স্লোগান বুকে ধারন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাস্তবায়নের লক্ষ্যে সোনারগাঁয়ের সনমান্দি ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহের নির্দেশে অসহায় কৃষকের পাশে দাড়িয়েছে সোনারগাঁও উপজেলা ছাত্রলীগ।
সোমবার (১৮ মে) সোনারগাঁও উপজেলার সনমান্দি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দৌলরদী গ্রামের দরিদ্র কৃষক মোঃ ইসমাইল মিয়ার ধান কেটে দেন ছাত্রলীগ নেতাকর্মীরা। ধান কাটা কর্মসূচীতে অংশ নেন ছাত্রলীগের নিয়ন সুমন ও শাহাদাত হোসেন সহ আরো অনেকে।
নেতাকর্মী জানায়, আমরা আমাদের চেয়ারম্যান মহোদয়ের নির্দেশে সোনারগাঁও অসহায় কৃষকদের পাশে দাড়িয়েছি। আমাদের এই কর্মসূচী অব্যাহত থাকবে।