গাজীপুরের কাপাসিয়ায় দেলোয়ার জেনারেল হাসপাতালের ঈদ সামগ্রী বিতরণ

0 459

গাজীপুরের কাপাসিয়া উপজেলা করোনা ভাইরাসের কারণে কর্মহীন অসহায় হতদরিদ্র ও নিম্নআয়ের মানুষের মাঝে দেলোয়ার জেনারেল হাসপাতালের উদ্যোগে দ্বিতীয় ধাপে ৬৫ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলা সদর সহ বিভিন্ন স্থানে অসহায় ৬৫ পরিবারের মাঝে ১ কেজি পোলার চাল, ২ পিস সেমাই,১ কেজি চিনি, হাফ কেজি গুড়া দুধ, সাবান একটা মুরগি সহ এসব ঈদ সামগ্রী বিতরণ করেন দেলোয়ার জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ দেলোয়ার হোসেন।দেলোয়ারের জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ দেলোয়ার হোসেন জানান প্রথম ধাপে আমরা ৫০ টি পরিবারকে খাদ্যসহায়তা দিয়েছি এবং আজ ৬৫ পরিবারকে ঈদ সামগ্রী দিয়েছি। বিগত দিনে আমরা সাহায্য সহযোগিতা করে আসছি। আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ ।

Leave A Reply

Your email address will not be published.