গাইবান্ধায় রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৩

0 379

গাইবান্ধার পলাশবাড়ীতে রডবোঝাই ট্রাক উল্টে তিন শিশুসহ ১৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে পলাশবাড়ী থানার রংপুর- ঢাকা মহাসড়কের জুনদহ দুবলাগাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও থানাসুত্রে জানা যায়, রডবোঝাই একটি ট্রাকে করে ১৩ যাত্রী ঢাকা থেকে রংপুরের দিকে যাচ্ছিল। পলাশবাড়ীর জুনদহ দুবলাগাড়ী এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এসময় রডের নীচে চাপা পড়ে তিন শিশুসহ ১৩ যাত্রী নিহত হন। বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান, সকাল ৮ টার দিকে ৯৯৯ এ খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায় পলাশবাড়ী থানা পুলিশ, ফায়ার সার্ভিস কর্মীরাসহ গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ। এসময় রডের নীচ থেকে ১৩টি মরদেহ উদ্ধার করা হয়। তাদের সকলেই পুরুষ। ঘাটক ট্রাকটি আটক আছে।

Leave A Reply

Your email address will not be published.