কেরানীগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যু

0 1,490
       

নিউজ ট্র্ইলারঃ কেরানীগঞ্জে রনি (২৫) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার (৩০ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া চৌরাস্তা শমসের পুল এলাকার ডা. শামীম মিয়ার ৮ তলা ভবনের বেজমেন্ট থেকে পুলিশ ওই যুবকের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করেছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক সাদিক জানান, লোকমুখে খবর পেয়ে ওই ভবনের বেজমেন্ট থেকে রনির মরদেহ উদ্ধার করা হয়।নিহত রনির সারা শরীরে নিলাফোলা জখম রয়েছে। ধারণা করা হচ্ছে কয়েকজন একত্রিত হয়ে তাকে কিল-ঘুষি ও পিটুনি দিয়ে হত্যা করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের বড় ভাই ফিরোজ বলেন, আমার ভাই অটোরিকশা চালাতো। তার সঙ্গে কারো বিরোধ ছিল না। কারা তাকে হত্যা করেছে বুঝতে পারছি না। আমরা এ হত্যাকান্ডের বিচার চাই। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ জামান জানান, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। হত্যাকান্ডে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.