
নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা –মাওয়া মহাসড়কে কেরানীগঞ্জের ঝিলমিল এলাকায় বুধবার পৌনে ১টার দিকে নিয়ন্ত্রন হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পরে নারী ও শিশুসহ কমপক্ষে ৪০ জন যাত্রী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে ইকুরিয়া জেনারেল হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পোস্তাগোলা ফায়ার সার্ভিসের ষ্টোশন অফিসার মোঃসাইদুল আলম চৌধুরী জানান, সিরাজদিখাঁন থেকে ঢাকার উদ্দ্যেশে ছেরে আসা ডিএম পরিবহন (ঢাকা মেট্রো জ.১৪-১৫৪১) নামে একটি যাত্রীবাহী বাস দুপুর পৌনে ১টার দিকে ওই এলাকায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।এসময় গাড়ীতে থাকা নারী ও শিশুসহ কমপক্ষে ৪০ জন যাত্রী আহত হয়।
হাসারা থানার হাইওয়ে পুলিশের এস আই এইচ এম শামিম আহসান জানান দুমড়ে-মুচড়ে যাওয়া বাসটিকে হেফাজতে নেওয়া হয়েছে। বাসচালক পালিয়ে গেছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দয়ের করা হয়েছে।