কুয়াকাটা সৈকতে ঈদের আনন্দে মেতেছেন পর্যটকরা

0 181

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটায় পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে সূর্যোদয়-সূর্যাস্তের বেলাভূমি কুয়াকাটায় হাজারো পর্যটকের মিলনমেলা বসেছে। ঈদের লম্বা ছুটিতে ইতোমধ্যেই পর্যটকে টইটম্বুর কুয়াকাটা সৈকত।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল থেকে সৈকতে হাজারো পর্যটকের উপস্থিতি লক্ষ্য যায়। দূর-দূরান্ত থেকে কুয়াকাটা আসতে শুরু করেছেন পর্যটকরা। রমজানের পরে প্রাণ ফিরে পেয়েছে ৩২ কিলোমিটারের এই সমুদ্র সৈকত। আগত পর্যটকরা সমুদ্রের নোনা জলে গা ভিজিয়ে নিচ্ছেন। স্পিডবোট, ওয়াটার বাইকে গভীর সমুদ্র ঘুরে দেখছেন। ব্যস্ত সময় পার করছেন অটোরিকশা চালক মোটরসাইকেল চালকসহ সি বিচের পাশে থাকা খুচরা ব্যবসায়ীরা।

সরজমিনে গিয়ে দেখা যায়, পর্যটকের উপস্থিতি বেশি থাকলেও আবাসিক হোটেলগুলোতে তেমন বুকিং নেই, প্রথম শাড়ির হোটেলে ৫০ থেকে ৬০ শতাংশ, দ্বিতীয় শ্রেণির হোটেলগুলো ৩০-৩৫ পার্সেন্ট বুকিং রয়েছে। তবে সামনের দিকে আরও পর্যটক বাড়বে বলে মনে মনে করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

এ বিষয় কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এমএ মোতালেব শরীফ জানান, আগামীকাল আজকের তুলনায় দ্বিগুণ পর্যটক আসবে কুয়াকাটায় এবং বুকিং থাকবে অধিকাংশ হোটেলগুলো। সামনের দিকে আরও পর্যটক বাড়বে বলে মনে করছি আমরা।

ঢাকা থেকে আসা রুবেল বলেন, আমি আমার পরিবার-পরিজন নিয়ে কুয়াকাটা ভ্রমণে এসেছি। পুরো একমাস প্ল্যান করেছি কুয়াকাটায় ঘুরতে আসবো। আল্লাহর অশেষ রহমতে আমাদের আশা পূর্ণ হয়েছে, আসলেই কুয়াকাটা অনেক সুন্দর। ঈদ আনন্দে আমি আমার পরিবারের সঙ্গে কুয়াকাটা সৈকতে আসতে পেরে ভালো লাগছে।

পৌর মেয়র আনোয়ার হাওলাদার বলেন, পর্যটকদের সেবায় আমরা পৌরসভা প্রস্তুত আছি। পদ্মাসেতু উদ্বোধনের পর থেকে কুয়াকাটায় পর্যটক বেড়েছে। ভাঙ্গা থেকে কুয়াকাটা মহাসড়ক ফোর লেন হলে আরও পর্যটক বাড়বে।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, পর্যটকদের নিরাপত্তায় সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে। লেম্বুরবন থেকে রামনাবাদ চ্যানেল পর্যন্ত বিচ্ছিন্নভাবে বিভিন্ন এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে থাকবেন ট্যুরিস্ট পুলিশের সদস্যরা। পর্যটকদের সেবায় জল ও স্থলপথে সার্বক্ষণিক নিয়োজিত থাকবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, আজকে ভালো পর্যটকের উপস্থিতি হয়েছে। আগামী কাল-পরশু কুয়াকাটায় পর্যটকের ঢল নামবে। পর্যটকদের নিরাপত্তায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কলাপাড়া থানা, মহিপুর থানা, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ, নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস ও মেডিকেল টিম প্রস্তুত আছে।

Leave A Reply

Your email address will not be published.